ফের ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২২ ২১:১৯
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১৩:৩৪

ইমানুয়েল ম্যাক্রোঁ ফের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রোববার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে কট্টর ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ।
মধ্যপন্থী ম্যাক্রোঁ ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে মেরি লে পেন পেয়েছেন ৪১ দশমিক ৪ শতাংশ ভোট। স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে রাত ৮টা পর্যন্ত। এর আগে ১০ এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়।
ফ্রান্সে ২০০২ সালের পর কোনো প্রেসিডেন্ট পরপর দু’বার নির্বাচিত হননি। ২০১৭ সালে প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ৪৪ বছর বয়সী ম্যাক্রোঁ।
এদিকে আবারও প্রেসিডেন্ট পদে জয়ী হয়ে ঐক্যের ডাক দিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। সমর্থকদের উদ্দেশে তিনি দেশের বিভাজন দূর করার অঙ্গীকার করে বলেন, প্রেসিডেন্ট সবার জন্য।
ফ্রান্সের কেন্দ্রস্থলে চ্যাম্প ডি মার্সে বিজয়ী বক্তব্যে ম্যাক্রোঁ প্রতিশ্রতি দিয়েছেন যে তার পরবর্তী পাঁচ বছরের মেয়াদে ভোটারদের হতাশার জবাব দেবেন যারা লে পেনকে সমর্থন করেছেন।
ডিএম/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: