বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


"বৃহস্পতির" নতুন ছবি প্রকাশ করেছে নাসা


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২২ ০৪:১৩

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০৫:৫৮

 ছবি : সংগৃহীত

বিশ্বের সর্বাধুনিক এবং সবচেয়ে বড় স্পেস টেলিস্কোপ জেমস ওয়েবে তোলা বৃহস্পতি গ্রহের চোখ ধাঁধানো নতুন ছবি প্রকাশ করেছে নাসা। বৃহস্পতি গ্রহের এমন চিত্র এর আগে কখনো দেখা সম্ভব হয়নি।

জুলাইয়ে জেসম ওয়েব টেলিস্কোপ দিয়ে বৃহস্পতি গ্রহের ছবিগুলো তোলা হয়। জেমস ওয়েবের লেন্সে ধরা পরেছে বৃহস্পতির উত্তর এবং দক্ষিণ দিকের উজ্জল আলো। তাছাড়া ঘূর্ণায়ামান মেরুর চিত্রও দেখা গেছে নতুন প্রকাশিত ছবিতে।

এই ছবিতে দেখা গেছে বৃহস্পতি গ্রহের মধ্যে সংঘটিত ঝড়ও। গ্রহটির ওপরের দিকে লাল রঙ খচিত অংশটিই হলো ঝড়। এটি এত বড় ঝড় যা সহজেই পৃথিবীকে গিলে খেতে পারবে।

তাছাড়া বৃহস্পতিবার গ্রহ ঘিরে দুটি বলয়ও ধরা পরেছে। উজ্জল গ্যালাক্সিতে দুটি ছোট চাঁদও দেখা গেছে।

এদিকে নাসা যে ছবিগুলো প্রকাশ করেছে সেগুলোতে নীল, সাদা, সবুজ, হলুদ এবং কমলা রঙ ব্যবহার করে রঙিন করা হয়েছে। মূলত গ্রহটির আসল চিত্র ফুটিয়ে তুলতে পরবর্তীতে রঙ সংযোজন করা হয়েছে।

ক্যালেফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রহ জ্যোতির্বিজ্ঞানী ইমকে দে পাতের জানিয়েছেন, এর আগে কখনো বৃহস্পতিবার এমন চিত্র দেখা যায়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top