সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


আফগানিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত


প্রকাশিত:
১৮ মার্চ ২০২১ ১৮:৩৭

আপডেট:
১৮ মার্চ ২০২১ ২২:২৯

ছবি- সংগৃহীত

আফগানিস্তানের মধ্যাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আফগান নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ দুর্ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে। মেইডান ওয়ারডাক প্রদেশে বুধবার এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে ক্রু সদস্য ও বিশেষ বাহিনীর জওয়ানরাও আছেন।

একটি সূত্র জানায়, উড্ডয়নের সময় একটি রকেট এসে হেলিকপ্টারে আঘাত হেনেছে।

এর আগে রাজধানী কাবুলে সরকারি কর্মচারীদের একটি গাড়িতে বোমা বিস্ফোরণে পাঁচ নারী ও একটি শিশু নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যার ব্যস্তসময়ে বিস্ফোরণে গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

দেশটির টেলিকম মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দুর্ভাগ্যবশত, এ দুর্ঘটনায় পাঁচ নারী নিহত ও ১৭ জন আহত হয়েছেন। বাসটিতে নারীর যেখানে বসেছিলেন, সেখানে একটি বোমা রাখা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top