সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


কেনিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত


প্রকাশিত:
২১ মার্চ ২০২১ ১৯:০৬

আপডেট:
২০ মে ২০২৪ ১৮:০৪

ছবি- সংগৃহীত

কেনিয়ায় পরীক্ষার প্রশ্নপত্র বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের পাইলট ও কোপাইলট নিহত হয়েছেন। দেশটির জাতীয় পরীক্ষা কাউন্সিলের প্রশ্নপত্র নিয়ে মারসাবিত পল্লীতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক গিলবার কিবে জানিয়েছেন, বিমানটি রাজধানী নাইরোবি থেকে স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে উড্ডয়ন করে। এরপর সকাল ১০টা ১০ মিনিটে একটি পাহাড়ের ওপর বিধ্বস্ত হয় বিমানটি।

বিমানে ওই দুই পাইলট ছাড়া আর কোনো আরোহী ছিলেন না। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। পুলিশসহ কয়েকটি সংস্থা বিষয়টি তদন্তে মাঠে নেমেছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top