শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


মামুনুলকাণ্ডে হেফাজতের ৪ শীর্ষ নেতা গ্রেফতার


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২১ ১৯:৪৫

আপডেট:
১২ এপ্রিল ২০২১ ২১:৩৮

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হককে নারীসহ আটকের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা মামলার প্রধান আসামিসহ দলটির চার শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃতরা হলেন— হেফাজত নেতা মাওলানা ইকবাল (৫০) (প্রধান আসামি), মাওলানা মহিউদ্দিন (৫১), মাওলানা শাজহাজান শিবলী (৪৩) ও মাওলানা মোয়াজ্জেম (৪৯)।

সোমবার (১২ এপ্রিল) সকালে র‌্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামি মাওলানা ইকবালসহ চার হেফাজত নেতাকে রোববার সন্ধ্যায় রাজধানীর জুরাইন এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব ১১-এর একটি দল। গ্রেফতারকৃতরা মামলার এজাহারভুক্ত ১, ২, ৪ ও ৬ নম্বর আসামি।

তিনি বলেন, গ্রেফতার আসামিদের মধ্যে মাওলানা ইকবাল ও মাওলানা মহিউদ্দিন হেফাজতের বড় নেতা। গ্রেফতার চারজনকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top