রবিবার, ২রা এপ্রিল ২০২৩, ১৯শে চৈত্র ১৪২৯


ফের মুখোমুখি অবস্থানে আওয়ামী-বিএনপিপন্থি আইনজীবীরা


প্রকাশিত:
১৬ মার্চ ২০২৩ ১৬:৪৩

আপডেট:
২ এপ্রিল ২০২৩ ১৪:৫৪

ছবি সংগৃহিত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থান নিয়েছেন বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীরা।

বৃহস্পতিবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আওয়ামীপন্থি আইনজীবীদের ‘ভোট চোর’ আখ্যায়িত করে স্লোগান শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এরপর আওয়ামীপন্থি আইনজীবীরাও একই স্থানে স্লোগান শুরু করেন। পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুখোমুখি অবস্থানে রয়েছেন দুই পক্ষের আইনজীবীরা।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট কেন্দ্রের সামনে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র গতকালও দিনভর হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের লাঠিচার্জ, ভাঙচুর,পাল্টাপাল্টি মিছিলের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এতে আইনজীবী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top