ধর্ষণের শিকার শিশুকে আইনি সহায়তা দেবে বিএনপি
 প্রকাশিত: 
 ৯ মার্চ ২০২৫ ১১:০০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২০:৪৬
                                মাগুরায় ধর্ষণের শিকার শিশু এবং তার পরিবারকে সবধরনের আইনি সহযোগিতার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে আইনি সেল গঠন করে দেওয়া হয়েছে।
রোববার (৯ মার্চ) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য জানান।
কায়সার কামাল বলেন, আইনি সহায়তার জন্য মাগুরা কোর্টের ৫ আইনজীবীকে নিয়ে সেল গঠন করা হয়েছে।
তারা হলেন—অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট মোহাম্মদ রুকুনুজ্জামান খান, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট এম এ রশিদ ও অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষণের শিকার হওয়া শিশুর চিকিৎসার সব ব্যয় বহনের দায়িত্ব নিয়েছেন। তিনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। আইনি সহায়তার জন্য সেল গঠন করে দিলেন।
এ সময় অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, রোকনুজ্জামান সুজা উপস্থিত ছিলেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: