মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি মামুন
 প্রকাশিত: 
 ১৬ জুন ২০২৫ ০৬:৫৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১১:০৭
                                মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (১৬ জুন) মামলাটির শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ বিষয়ে শুনানি গ্রহণ করবেন।
এ মামলার অপর দুই অভিযুক্ত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের বিরুদ্ধেও একইদিন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।
এর আগে, ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তিনজনের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নেন। ওইদিনই আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
প্রসিকিউশন পক্ষের অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ঘটে যাওয়া সহিংসতায় অন্তত ১,৪০০ ছাত্র ও সাধারণ মানুষ নিহত হন। এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে শেখ হাসিনাকে। প্রসিকিউশন দাবি করছে, তার সরাসরি নির্দেশ, উসকানি ও প্ররোচনায়ই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
তারা আরও জানিয়েছে, আন্দোলন দমন করতে শেখ হাসিনার নির্দেশেই মরনঘাতি অস্ত্র ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই সহিংস অভিযানে যুক্ত ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরাও।
প্রসিকিউশন বলছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিরোধীদের দমন করতে যে পরিকল্পিত সহিংস কৌশল নিয়েছিল, তাতে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এই মামলায় সে দায়ে অভিযুক্ত করা হয়েছে দেশের সাবেক শীর্ষ প্রশাসনিক ব্যক্তিদের।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: