শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ ট্রাইব্যুনালের
 প্রকাশিত: 
 ২৪ জুন ২০২৫ ১৪:৩৯
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১১:১০
                                শেখ হাসিনার অনুপস্থিতিতেই শুরু হল তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া। আগামী ১ জুলাই হবে অভিযোগ গঠনের শুনানি। সাবেক শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিতে রাষ্ট্রকে আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২৪টি মামলার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলাকেই মনে করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলন দমনে ছাত্র-জনতাকে হত্যায় উসকানি, মারণাস্ত্রের ব্যবহারসহ ৫টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পরে শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। হাজির না হওয়ায়, তাদের পক্ষে রাষ্ট্রকে আইনজীবী নিয়োগের আদেশ দেয় ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলেন। পেপার পাবলিকেশন হয়েছে এবং সেটা নথিতে যুক্ত করা হয়েছে। পরবর্তী দিন চার্জ গঠনের দিন। আগামী ১ জুলাই দিন ধার্য করা হয়েছে। ইতিমধ্যে ট্রাইব্যুনাল অর্ডার দিয়েছেন, ডিফেন্স নিয়োগ করা হবে। এরপর চার্জ শুনানি হবে।’
শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগের বিষয়টি ব্যাখ্যা করেন চিফ প্রসিকিউটরের আইনি পরামর্শক ও ব্রিটিশ আইনজীবী টোবি ক্যাডম্যান। তিনি বলেন, ‘আসামীর পক্ষে আইনজীবী নিয়োগের পূর্ণ এখতিয়ার ট্রাইব্যুনালের। দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কোন আইনজীবীকে নিয়োগ দেওয়া যায় সেটা ট্রাইব্যুনালেরই বিবেচ্য বিষয়। এখানে প্রসিকিউশনের কোনো দায়িত্ব নেই।’
এদিকে মঙ্গলবার শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলাটিও ট্রাইব্যুনালে ওঠে। হাজির করা হয় আরেক আসামি সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে। পরে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: