সাবেক তিন সংসদ সদস্যসহ আ. লীগের ১০ নেতাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
 প্রকাশিত: 
 ২৫ জুন ২০২৫ ০৮:১৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১১:০৭
                                চট্টগ্রামের চান্দগাঁও থানার বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদুল ইসলাম হত্যা মামলায় সাবেক তিন সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ১০ নেতাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দায়রা জজ আদালতের এপিপি মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
আদালত সূত্রে জানা গেছে, সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী ও আব্দুল লতিফসহ নয়জনকে আদালতে হাজির করা হয়। আর সাবেক এমপি ফজলে করিম চৌধুরী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগ নেতা আবুল বশর, সলিমুল্লাহ বাচ্চু, এমরান, জিন্নাত সোহানা, আকবর আলি, রেজাউল হাসান সবুজ ও রেখা আলম চৌধুরী। গ্রেপ্তার দেখানো আসামিরা আগে থেকেই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।
মামলার এজহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৩ আগস্ট সন্ধ্যায় বহদ্দারহাটে বাজার করতে যান নিউ মার্কেটের ব্যবসায়ী শহিদুল ইসলাম। তিনি বাজার শেষে বাড়ি ফেরার সময় বহদ্দার বাড়ি শাহী জামে মসজিদের সামনে গেলে এলোপাতাড়ি গুলিতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থা হাসপাতালে তার মৃত্যু হয়।
এই ঘটনায় ১৯ আগস্ট নিহত ব্যবসায়ী শহিদুল ইসলামের বড় ভাই শফিকুল ইসলাম বাদি হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: