১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫ ১৬:০৪
আপডেট:
১৫ জুলাই ২০২৫ ২২:০৩

২০০৯ সাল থেকে নিয়োগ পাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী দুটি উচ্চতর দেওয়ার নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। ১৫ লাখের মতো সরকারি কর্মকর্তা-কর্মচারী এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবী।
মঙ্গলবার (১৫ জুলাই) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ১৮ পৃষ্ঠার এ রায় দিয়েছেন।
এরআগে গত ৩০ এপ্রিল সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দেন আপিল বিভাগ।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট।
সংক্ষুব্ধ চাকরিজীবীদের এই আদেশ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট এ রায় দিয়েছিলেন।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মচারীদের প্রদত্ত এসব আর্থিক সুবিধা কোনোক্রমেই ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের আগে দেওয়া হবে না। পরবর্তীতে পরিপত্রের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সংক্ষুব্ধ সরকারি চাকরিজীবীরা।
সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মচারীদের পদোন্নতির সুযোগ সীমিত।
ডিএম /সীমা
আপনার মূল্যবান মতামত দিন: