বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ১৮ই ভাদ্র ১৪৩২


আ. লীগের মিছিলে স্লোগান দেওয়া ‘বাকপ্রতিবন্ধী’ সাইদ শেখের জামিন


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১১

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৫০

ছবি সংগৃহীত

গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার হওয়া বাকপ্রতিবন্ধী সাইদ শেখের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন জামিনের এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন আসামির জামিনের তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ আগস্ট ওই মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার তিনজনের অপর দুই আসামি হলেন- রাজু আহমেদ ও শেখ মো. শাকিল।

গ্রেপ্তারের পর সাইদসহ তিনজনকে ২৫ আগস্ট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মাকসুদুল হাসান। সেখানে তদন্ত কর্মকর্তা সাইদকে বাকপ্রতিবন্ধী হিসেবে উল্লেখ করেন। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top