বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬, ১৫ই মাঘ ১৪৩২


রূপচর্চায় ডার্ক চকোলেট !


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৫ ০৯:০০

আপডেট:
২৮ জানুয়ারী ২০২৬ ২০:০৪

ফাইল ছবি

চকোলেট খেতে কার না ভালো লাগে। যদি চকোলেট খেতে একেবারে মানা করে দেন চিকিৎসকরা, তা হলে কাজে লাগিয়ে ফেলুন রূপচর্চায়। আপনার ত্বক জেল্লা ফেরাবে। আর ডার্ক চকোলেট এমনিতেই উপকারী। আর যদি সেই চকোলেট ফেস-মাস্ক বানানো যায়, তা হলে তো কথাই নেই। ত্বক যদি শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে গিয়ে থাকে তাহলে নিঃসন্দেহে তাতে প্রাণ ফেরাবে চকোলেট ফেশিয়াল। আর ত্বক জেল্লাদার হবে খুব দ্রুতই।

যেভাবে চকোলেট মাস্ক বানাবেন—

পরিমাণমতো ডার্ক চকোলেটের (গুঁড়ো বা গলানো) সঙ্গে অলিভ অয়েল এবং একটি ডিমের কুসুম মিশিয়ে মাস্ক তৈরি করুন। চাইলে ডিম না-ও মেশাতে পারেন। একই মাস্ক চুলের পক্ষেও ভালো। ১৫ মিনিট রেখে সামান্য গরম পানিতে ধুয়ে ফেলুন। কয়েক দিনেই ত্বক জেল্লাদার হবে।

চকোলেট মাস্ক ব্যবহারে ত্বকের উপকার

ডার্ক চকোলেটে নানা ধরনের ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি-অক্সিড্যান্ট থাকায় ত্বকের কোলাজেন তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। রুক্ষ ত্বক সতেজ করে। আর রোদ লেগে ত্বক পুড়ে যাওয়া, ত্বক বুড়িয়ে যাওয়া ও কালচে ছোপ পড়ার মতো সমস্যা থেকে রেহাই দিতে পারে চকোলেট ফেশিয়াল।

এ ছাড়া চকোলেট ফেশিয়াল সপ্তাহে বার দুয়েক করলেও ত্বক উজ্জ্বল হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ। মৃত কোষ দূর করে ত্বককে জেল্লাদার করে তোলে।

# মির্জা সাইমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top