শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


পুদিনার লাচ্ছি তৈরির রেসিপি


প্রকাশিত:
২৬ মার্চ ২০২২ ২২:২৪

আপডেট:
১৮ মে ২০২৪ ১৮:৩৩

 ছবি : সংগৃহীত

গরমে প্রশান্তি আনবে পুদিনার লাচ্ছি। স্বাস্থ্যের জন্য অনেক উপকারী লাচ্ছি। বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা যায় লাচ্ছি। আম, জাম, স্ট্রবেরি, আনারস, খেজুরসহ বিভিন্ন ফল এমনকি বাদাম দিয়েও তৈরি করা যায় লাচ্ছি। চাইলে হাতের কাছে থাকা পুদিনাপাতা দিয়েও কিন্তু আপনি তৈরি করতে পারবেন সুস্বাদু লাচ্ছি। তাও আবার খুব সহজে।

চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. টকদই ২ কাপ
২. পুদিনা পাতা ১/৪ কাপ
৩. আদার রস ২ চা চামচ
৪. লবণ আধা চা চামচ
৫. চিনি পরিমাণমতো
৬. বিট লবণ ১/৪ চা চামচ
৭. ভাজা জিরার গুঁড়া সামান্য ও
৮. বরফ ২ কাপ।

পদ্ধতি

২ টেবিল চামচ টকদই দিয়ে পুদিনা পাতা ব্লেন্ড করে নিন। এবার এতে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিন। তারপর পরিবেশ করুন সুস্বাদু পুদিনার লাচ্ছি। এটি শরীরে মুহূর্তেই অ্যানার্জি আনবে। একইসঙ্গে ক্লান্তিও দূর করবে।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top