রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২


পোষা প্রাণী রাখবেন শিশুর সঙ্গে যে কারণে


প্রকাশিত:
১৭ মে ২০২২ ০১:২৩

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৯:১৪

প্রতীকি ছবি

বাড়িতে পোষা প্রাণী থাকলে শিশু কেবল আনন্দেই বেড়ে ওঠে না, পাশাপাশি ভবিষ্যতে একজন দায়িত্বশীল মানুষ হিসেবেও নিজেকে প্রকাশ করতে পারে। জেনে নিন কেন শিশুর সঙ্গে রাখবেন পোষা প্রাণী।

১. গ্যাজেট আসক্তি দূর হবে: আজকাল বেশিরভাগ শিশুই গ্যাজেটে আসক্ত। মোবাইল বা ট্যাব হাতে বেড়ে ওঠার ফলে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে তাদের মানসিক বিকাশে। পোষা প্রাণী থাকলে শিশু ব্যস্ত থাকবে প্রাণীকে নিয়ে। ফলে গ্যাজেটের প্রতি আসক্তি গড়ে উঠবে না।

২. দায়িত্ববোধ গড়ে উঠবে: পোষা প্রাণীকে সময় মতো খেতে দেওয়া ও যত্ন করা শিখবে শিশু। এতে ছোট থেকেই তাদের মধ্যে গড়ে উঠবে দায়িত্ববোধ। এই মানবিন গুণ ভবিষ্যতে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।

৩. একাকীত্ব দূর হবে: বাবা-মা দুইজনই কর্মজীবী হলে অনেক শিশুই ভোগে একাকীত্বে। তাদের খেলার চমৎকার সঙ্গী হতে পারে পোষা প্রাণী।

৪. পোষা প্রাণী মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী: গবেষণা মতে, পোষা প্রাণী মানসিকভাবে আনন্দে থাকতে সাহায্য করে মানুষকে। তাই শিশুর হাসিখুশি বেড়ে ওঠার জন্য পোষা প্রাণী রাখতে পারেন তার সঙ্গে।

৫. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে: গবেষণা বলছে, পোষা প্রাণীর সঙ্গে বেড়ে ওঠা শিশুর এলার্জি হওয়ার ঝুঁকি কমে ৩৩ শতাংশ।

ডিএম/তাজা/২০২২

সূত্র: রিডার্স ডাইজেস্ট

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top