গরম পানিতে মধু মিশিয়ে খাওয়া কি উপকার?
প্রকাশিত:
১৭ মে ২০২২ ০৩:৪৬
আপডেট:
২১ আগস্ট ২০২৫ ০৭:৩১

অনেকেই দিন শুরু করেন এক গ্লাস গরম পানিতে মধু মিশিয়ে খেয়ে। অনেকে আবার এর সঙ্গে লেবুও যোগ করেন। বিশেষ করে যারা ওজন কমিয়ে রোগা হতে চান তারা এই পানীয়ও বেশি পছন্দ করেন।
মধু স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। মধুতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত মধু খেলে কাশি সর্দির সমস্যাও অনেক কমে যায়। কিন্তু মধু গরম পানি দিয়ে মধু খেলে বিপদ বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, গরম পানিতে মধু মেশালে তা এক ধরনের বিষে পরিণত হয়। খাওয়ার সময় কোনও সমস্যা হয় না। কিন্তু পরবর্তীকালে সমস্যা দেখা দিতে পারে। গরম পানিতে মধু মিশিয়ে খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই সব সময় সাধারণ তাপমাত্রাতেই মধু খাওয়া ভাল।
বিশেষজ্ঞরা আরও বলছেন, বেশি গরম পানিতে মধু মেশালে সব গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই একেবারে হালকা গরম পানিতে মধু মেশাতে পারেন।এতে ওজনও থাকবে নিয়ন্ত্রণে।
ডিএম/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: