এতো বিপদে নেই যে বিদেশি বিনিয়োগ পেতে উজাড় করে দিতে হবে
 প্রকাশিত: 
 ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১২:২৯
                                জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, বাংলাদেশ এতো বিপদে নেই যে বিদেশি বিনিয়োগের জন্য আমাদের এখনও উজাড় করে দিতে হবে।
রোববার (১৯ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে বেজা, বিডা, বেপজা ও বিল্ডের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।
শুল্কমুক্ত সুবিধার কিছু প্রস্তাবের প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা এতো বিপদে নেই যে বিদেশি বিনিয়োগ পাওয়ার জন্য উজাড় করে দিতে হবে। এক সময় রপ্তানির জন্য অনেক কিছুই করেছি, বিদেশিদের খুশি করার চেষ্টা করেছি। এখন আমরা সেই অবস্থায় নেই। এখনও যদি আগের মানসিকতা রাখি তাহলে উন্নত দেশ হবো কি করে। এখন আমরা আগের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করবো, দেখবো যে কোথায় কোথায় আর সাপোর্ট দরকার নেই।
তিনি বলেন, লিখিত প্রস্তাবনাগুলো আমরা খুবই গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করি, তবে সেই অর্থে বিবেচনা করতে পারি না। আপনারা যখন কথা বলেন, শুধুমাত্র নিজের অবস্থান থেকে কথা বলেন। কখনো এনবিআরের অবস্থানটা বুঝতে চান না। আমরা চাই দেশেই কোয়ালিটিপূর্ণ পণ্য উৎপাদন হোক। বিদেশ থেকে জাহাজ ভরে পণ্য আসতে থাকবে, আমরা সাপোর্ট দিয়ে যাবে। এমনটা হতে পারে না। এনবিআর সে রকম ভাবে না।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: