বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ঢাকা-১৭ উপনির্বাচন

১৫ সংস্থার সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার


প্রকাশিত:
৩ জুলাই ২০২৩ ২৩:০৬

আপডেট:
১৪ মে ২০২৫ ১৭:২৮

ছবি সংগৃহিত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার (৪ জুলাই) ১৫টি সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সভার বিষয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ জুলাই জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ শূন্য আসনে নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার ৪ জুলাই বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্ব করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি, র‌্যাব, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই এর মহাপরিচালক, এসবি প্রধান, ঢাকা বিভাগীয় কমিশনার, ডিএমপি কমিশনার, ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা পুলিশ সুপার, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে ইসি।

ঢাকা-১৭ শূন্য আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালটের মাধ্যমে ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top