বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


উন্নতমানের গরুর মাংস ৭৫০ টাকা দরে বিক্রির ঘোষণা


প্রকাশিত:
৩০ জুলাই ২০২৩ ২১:০৫

আপডেট:
১৪ মে ২০২৫ ০৬:১৯

 ফাইল ছবি

বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন বলেছেন, বাজারে অনেক ধরনের মাংস বিক্রি হয়। আগে যখন সিটি কর্পোরেশন দাম নির্ধারণ করত তখন শুধুমাত্র গরুর মাংসের দাম নির্ধারণ করত না।

কারণ মাংস এক রকমের না, অনেক রকমের আছে। আজকে বাজারে সবচেয়ে ভালোমানের গরুর মাংস যে দামে বিক্রি হচ্ছে সেটি আগামীকাল থেকে ৫০ টাকা কম দামে বিক্রি হবে।

ভোক্তার ডিজির এই দাবির সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করলাম এবং এই বিষয়টি আগামীকাল থেকে অবশ্যই প্রতিপালন করব।

এ সময় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম শফিকুজ্জামান বলেন, গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করবে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। এটি আগামীকাল থেকেই বাস্তবায়ন হবে।

রোববার (৩০ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত মাংসের মূল্য হ্রাস করে ভোক্তাদের ক্রয়সীমার মধ্যে আনয়নের লক্ষ্যে অংশীজনের অংশগ্রহণে এক কর্মশালায় এই ঘোষণা দেওয়া হয়। কর্মশালাটি বাস্তবায়নে সহযোগিতা করেছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top