ভারতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৩ ২১:৫৪
আপডেট:
১৪ মে ২০২৫ ০০:৫৫

মহাকাশযান চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করায় ভারত সরকারকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক টুইট বার্তায় ভারতকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী।
অভিনন্দন বার্তায় শাহরিয়ার আলম লিখেছেন, চাঁদে চন্দ্রযান-৩ এর প্রথম সফল অবতরণের জন্য ভারতকে অভিনন্দন। ইতিহাসে মাত্র চারটি দেশ এই বিশাল গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করতে পেরেছে, যা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু বলে।
মহাকাশে দীর্ঘ এক মাস নয় দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৪ চাঁদের বুকে অবতরণ করেছে বুধবার (২৩ আগস্ট)।
বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত চাঁদে পা রেখেছে। আর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের দিক থেকে প্রথম দেশ হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছে দেশটি।
গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ এর যাত্রা শুরু করে ভারত।
আপনার মূল্যবান মতামত দিন: