মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


চট্টগ্রামে অস্ত্র হাতে ছাত্রলীগ নেতার ছবি নিয়ে তোলপাড়


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৭

আপডেট:
১৩ মে ২০২৫ ০৯:০০

ছবি সংগৃহিত

চট্টগ্রামে অস্ত্র হাতে ছাত্রলীগের এক নেতার ছবি নিয়ে তোলপাড় চলছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ছবিটি চট্টগ্রামের কমার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল আলম শিপনের। তবে ছাত্রলীগের এই নেতার দাবি, ‘ছবিটি এডিট করা’। তিনি ‘ষড়যন্ত্রের শিকার’ বলেও দাবি করেন।

জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা আরিফুল এ বিষয়ে নগরের পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে তিনি অস্ত্র হাতে ছবিটি এডিট করা বলে উল্লেখ করেন।

নাম প্রকাশের অনিচ্ছুক পুলিশের পরিদর্শক মর্যাদার এক কর্মকর্তা জানান, ছাত্রলীগ নেতা আরিফুলের হাতে থাকা অস্ত্রটি বিদেশি ‘পিয়েট্রো বেরেটা’ মডেলের। এটি অর্ধস্বয়ংক্রিয় অস্ত্র। বৈধভাবে দেশে এটির দাম ২ লাখ টাকার কাছাকাছি। তবে অবৈধভাবে এটি ৪ থেকে ৫ লাখ টাকা বেচাকেনা হয়। সন্ত্রাসীদের কাছে এটি খুবই লোভনীয় অস্ত্র।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা আরিফুল আলম শিপন ঢাকা পোস্টকে বলেন, ‘ছবিটি সুপার এডিট করা। একটি মহল ষড়যন্ত্র করে এই ছবিটি ছড়িয়েছে। বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ করেছি।’

এদিকে ছাত্রলীগ নেতার বক্তব্য নেওয়ার পর জাতীয় দৈনিকের সাংবাদিক পরিচয়ে মোবাইলে প্রতিবেদককে এক ব্যক্তি ফোন দেন। কথিত সেই সাংবাদিক অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে নিজের এলাকার দাবি করে বলেন, ‘উনি ছাত্রলীগ নেতা। তার এরকম অস্ত্র থাকতেই পারে।’ এরপর তিনি প্রতিবেদককে নিউজ করতে বারণ করেন। প্রতিবেদকের কাছে সেই কথোপকথনের রেকর্ড সংরক্ষণ রয়েছে।

পতেঙ্গা থানায় দায়ের হওয়া জিডির তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ‘জিডিটি আমি হাতে পেয়েছি। তবে ব্যস্ততার কারণে তদন্ত শুরু করতে পারিনি।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top