মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


ইসি আলমগীর

সার্কভুক্ত দেশগুলোকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হবে


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৬

আপডেট:
১৩ মে ২০২৫ ০৪:৪৫

ছবি সংগৃহীত

সার্কভুক্ত দেশগুলোকে আগামী দ্বাদশ নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি আলমগীর বলেন, ইইউ চিঠিতে তাদের বাজেট বরাদ্দ না হওয়ার প্রেক্ষিতে পূর্ণ টিম পাঠাতে পারছে না বলে জানিয়েছে। কিন্তু তারা ছোট পরিসরে হলেও পর্যবেক্ষক পাঠাবে। ইসির পক্ষ থেকে তাদের এ আহ্বান জানানো হয়েছে।

সাবেক এ ইসি সচিব বলেন, দ্বাদশ নির্বাচন উপলক্ষে যাতে সার্কভুক্ত দেশগুলো পর্যবেক্ষক পাঠায় সে বিষয়ে ইসি তাদেরকে আমন্ত্রণ জানবে এমন সিদ্ধান্ত হয়েছে। আমরা যথাযথ প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ দেশগুলোকে দ্বাদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণ জানাবো। আশা করি সবগুলো দেশই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে। এছাড়া আমেরিকাসহ আরো বেশ কিছু দেশ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে বলে আমরা আশা করছি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top