সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


জানুয়ারিতেও অপরিবর্তিত এলপি গ্যাসের দাম


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫ ১৫:৫৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৬:৫৪

ফাইল ছবি

গত ডিসেম্বর মাসের মতোই নতুন বছরের প্রথম মাসে অপরিবর্তিত রয়েছে এলপি গ্যাসের দাম। জানুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। এর আগে গত নভেম্বর মাসে ১ টাকা কমানো হলেও ডিসেম্বর দাম অপরিবর্তত থাকে।

বিইআরসির সচিব ব্যারিস্টার খলিরুর রহমান স্বাক্ষরিত এক মূল্য সমন্বয় বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ১৯ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য ৬৬ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top