জুলাই-আগস্ট বিপ্লবে আহত
শিগগিরই আরও ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হচ্ছে
প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৫ ১৮:৪৮
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ২১:০০

জুলাই-আগস্টের বিপ্লবের সময়ে আহত আরও ১৪ জনকে শিগগিরিই চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো হবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
রফিকুল আলম বলেন, এ পর্যন্ত এই সমন্বিত প্রক্রিয়ায় ১৩ জন আহত চিকিৎসা সেবা প্রার্থীকে দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে পাঠানো সম্ভব হয়েছে। এর মধ্যে ২ জন চিকিৎসা সেবা গ্রহণ করে দেশে ফেরত এসেছে।
এ ছাড়া, ৮ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত মোট ১৯ জনের ভিসা প্রসেসিং করা হয়েছিল। ইতোমধ্যে ১৪ জন ভিসা পেয়ে গেছে। এই ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে শিগগিরই পাঠানো সম্ভব হবে।
উল্লেখ্য, মুমূর্ষু ৪ জন আহতকে এয়ার এ্যাম্বুলেন্সে করে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: