দুদক চেয়ারম্যানের নামে ফেসবুক-হোয়াটঅ্যাপ আইডি খুলে প্রতারণা
 প্রকাশিত: 
 ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৭:০৭
                                দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের নামে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে মামলার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা কিংবা সাধারণ জনগণের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
রংপুরের পীরগঞ্জের বাসিন্দা রেজোয়ানুল হক, তার সহযোগী ইয়াসমিন আক্তার ও জরিনা বেগমের নামে ডাচ বাংলা ব্যাংকের সঞ্চয়ী হিসাব (নম্বর- 7017413367520) ও নগদ অ্যাকাউন্ট (নং-01898611674) খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে দুদকের গোয়েন্দা অনুসন্ধানে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ বিষয়ে বলেন, একটি প্রতারকচক্র সাধারণ মানুষকে হয়রানি করাসহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে। প্রতারক চক্রটি দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম-পদবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দুদকের মামলার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সাধারণ জনগণের নিকট থেকে অর্থ আদায় করছে। ইদানীং তারা বেপরোয়া হয়ে কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে এরূপ অসাধু কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রতারণামূলক কাজের জন্য ইতোপূর্বে অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও সে জামিনে বাইরে এসে পুনরায় একই অপকর্ম অব্যাহত রেখেছে।
তিনি বলেন, যেকোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে অথবা উপরোল্লিখিত প্রতারকচক্রের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানানোর অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা স্থানীয় থানার মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার পরামর্শ দেওয়া হলো।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: