সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছি
 প্রকাশিত: 
 ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৯
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১২:০৯
                                সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য সারা দেশের জেলা প্রশাসকদের সতর্ক থাকতে বলেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেছেন, কেউ যেন মসজিদ, মাজার, মন্দির, প্যাগোডা অথবা চার্চে কোনো ধরনের অপবিত্রতা করতে না পারে সেজন্য তাদের অনুরোধ করেছি। অতীতেও তারা সাড়া দিয়েছেন। আগামী দিনেও যেন ধর্মীয় সম্প্রীতি অব্যাহত থাকে সেটির ধারাবাহিকতা রক্ষা করতে বলেছি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
খালিদ হোসেন বলেন, অপরাধী ধরা পড়লে তাদের সাথে সাথে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার কথা বলেছি। এ ছাড়া সরকারিভাবে হাজীদের সংখ্যা বাড়ানোর জন্য তাদের উদ্যোগী হতে বলেছি।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ৩৫০ মডেল মসজিদ কাম ইসলামিক সেন্টার নির্মাণ করেছি। এছাড়া ২১৪টি মডেল মসজিদ আমরা নির্মাণ করব উপজেলাগুলোতে। এগুলোর সাইড সিলেকশন কমিটির সভাপতি জেলা প্রশাসক। আমরা তাদের ভালো সাইট দেখতে বলেছি। এ ছাড়া নির্মাণ সামগ্রী যাতে উন্নত হয় সেই বিষয়ে কঠোর হতে বলেছি।
ধর্ম উপদেষ্টা বলেন, বিভিন্ন জেলায় অনেক দেবত্ব সম্পত্তি বেহাত হয়ে গেছে। এগুলো পাবলিক দখল করে নিয়েছে। মতিঝিলে একটা দেবত্ব সম্পত্তি আমরা উদ্ধার করেছি। শত শত জায়গায় ওয়াকফ স্টেট বেহাত হয়ে গেছে। সেগুলো আমরা উদ্ধারের চেষ্টা করছি। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছি।
তিনি বলেন, এ ছাড়া আমরা আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় হাইকোর্টে একটি স্বতন্ত্র বেঞ্চ করার জন্য চিঠি দিয়েছি। এ বিষয়ে হাইকোর্টের রেজিস্টারের সঙ্গেও কথা বলেছি। ওয়াকফ মামলাগুলো সেখানে শুনানি হবে। যারা বছরের পর বছর মামলা করে সম্পত্তিগুলো খেয়ে ফেলছে, তাদের হাত থেকে উদ্ধার করতে পারে।
সবশেষে তিনি বলেন, আমাদের সমস্ত কাজ জেলা প্রশাসক ও ইউএনও’র সাথে যুক্ত। আমরা যাতে বৈষম্যহীন কল্যাণমুখী দেশ যাতে করতে পারি সেই জন্য জেলা প্রশাসকদের কাছে সহযোগিতা চেয়েছি।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: