ঢাকার আইনশৃঙ্খলা ‘অনেক ভালো’ বললেন ডিএমপি কমিশনার
 প্রকাশিত: 
 ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪২
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১২:১৬
                                ঢাকার আইনশৃঙ্খলা ভালো আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা নেই, সবকিছু মিলিয়ে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ল অ্যান্ড অর্ডার ভেরি গুড, ইনশাল্লাহ। একটা-দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না। আমি মনে করি বিচ্ছিন্ন একটি-দুটি, মেইনলি মোবাইল ছিনতাই ব্যতীত কোনো অপরাধ নেই। এভরিথিং ইজ নরমাল।
সাজ্জাত আলী বলেন, একটি ঘটনা সিগনিফিক্যান্ট (তাৎপর্যপূর্ণ)। এটা দু-দিন আগে হয়েছে উত্তরাতে, যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে। যে ঘটনার ৫ জনকেই গ্রেপ্তার করা হয়েছে। আমরা সাকসেসফুলি ওইটা হ্যান্ডেল করছি। আমার অফিসার, ফোর্স সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকারভাবে কাজ করছি।
জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের কারণে একুশে ফেব্রুয়ারির নিরাপত্তায় কোনো শঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে মহানগর পুলিশ প্রধান বলেন, যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে, তাদের এরিয়া অব ক্রাইম বা এরিয়া অব অপারেশন এক জিনিস। আর শহীদ মিনার পুষ্পমাল্য অর্পণ ভিন্ন জিনিস। এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট নেই। শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা আদায় বা এটা সেটায় তাদের ইন্টারেস্ট। আর তারা যারা বাইরে আছে আমরা জানি, তাদেরকে আমরা ট্রেস করছি, তারা কোণঠাসার মধ্যেই আছে।
সাজ্জাত আলী বলেন, প্রতিবারের মতো এবারও প্রথমে ভিভিআইপি, ভিআইপি তারপর জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবেন। রাত ১২টা ৪০ মিনিটে জনসাধারণের জন্য পলাশী প্রান্ত অর্থাৎ পশ্চিম পাশ থেকে উন্মুক্ত করে দেওয়া হবে। সকলকে অনুরোধ করবো, যারা রাতে আসবেন ওনারা যেন আমাদের অনুরোধে সাড়া দিয়ে ১২টা ৪০ মিনিটের দিকে আসেন।
শহীদ মিনার এলাকায় তিন-চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, আজকে প্রথমে বিকেল ৫টায় পর থেকে পুলিশ ফোর্স নিয়োজিত থাকবেন। আগামীকাল বেলা ২টা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
তিনি বলেন, মেটাল ডিটেক্টর, আর্চওয়ে চেকিং এবং ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। কোনরূপ দাহ্য পদার্থ বা বিস্ফোরক নিয়ে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা থাকবে। প্রচুর লোক সমাগম হয়, সে জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সঙ্গে সঙ্গে শহীদ মিনারের চতুর্পাশে এক কিলোমিটারের ভেতরে বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।
শহীদ মিনার কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, আমাদের চারপাশে প্রায় এক কিলোমিটার রেডি আছে, যাতে সেখানে গাড়ি প্রবেশ করতে না পারে। যেহেতু এখানে ব্যাপক জনসমাগম হবে। সেজন্য মূলত ৭টা স্থানে রোড বন্ধ করে দেওয়া হবে।
শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, হাইকোর্ট, চানখাঁরপুল, পলাশী ও বকশিবাজার ক্রসিং দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র পলাশী থেকে জগন্নাথ হল হয়ে শহীদ মিনারে যেতে পারবেন। শ্রদ্ধানিবেদন শেষে দোয়েল চত্বর হয়ে বের হতে পারবেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: