৯ম পে কমিশন গঠনসহ ৫ দফা দাবিতে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন
 প্রকাশিত: 
 ২৬ এপ্রিল ২০২৫ ১৫:১২
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:০১
অবিলম্বে ৯ম বেতন কমিশন গঠন, ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এই দাবি জানান। দাবি পূরণের প্রত্যয়ে আগামী ১০ এবং ১১ মে দুই দিনব্যাপী সংগঠনের একাদশ জাতীয় সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।
নোমানুজ্জামান আল আজাদ বলেন, বিগত স্বৈরশাসনের অবসান হলেও বিভিন্ন সরকারি দপ্তরে এখনো ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান। গণকর্মচারীরা গত ১৫ বছর ধরে আর্থিক ও প্রশাসনিক চরম বৈষম্যের শিকার। এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে।
তিনি জানান, বৈষম্য নিরসনে ১০ ধাপে বেতন নির্ধারণসহ ৫ দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই। সম্মেলনে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভিয়েতনাম, ভারতসহ বিভিন্ন দেশের গণকর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন, মো. আজিম, বদরুল আলম সবুজ, মো. রোকনুজ্জামান, জিল্লুর রহমান খান, ইউসুফ আলী, মোহাম্মদ আলী, কুতুব উদ্দিন সেলিম, এম.এ আউয়াল, ফাহমিদা আক্তার ইলা প্রমুখ।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: