ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বলল ইসলামী আন্দোলন
 প্রকাশিত: 
 ১২ জুন ২০২৫ ১৪:০৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৫০
 
                                অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে শুক্রবার (১৩ জুন) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। লন্ডনের এই বৈঠকে দলীয় রাজনীতির বিশুদ্ধতা ও সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের মধ্যে আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ মন্তব্য করেন।
বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে পরিপক্ব রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠেনি। গত ১৫ বছরের স্বৈরাচারবিরোধী লড়াই ও অভ্যুত্থানের পর জাতি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল, কিন্তু বর্তমান রাজনীতির বাস্তবতা হতাশাজনক।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, বিএনপি দেশের অন্যতম প্রধান দল। তাদের মতামত ও নেতৃত্বের গুরুত্ব থাকা স্বাভাবিক। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক লন্ডন সফরে বিএনপিপ্রধানের সঙ্গে বৈঠক ঘিরে সরকারের তৎপরতা, অনুমোদন এবং মিডিয়ায় উচ্চমাত্রার প্রচার রাজনৈতিক অঙ্গনে একক ব্যক্তিকেন্দ্রিকতার অনাকাঙ্ক্ষিত ইঙ্গিত দিচ্ছে।
গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে লেভেল প্লেয়িং ফিল্ড অত্যন্ত জরুরি। এটি কেবল রাজনৈতিক নয়, প্রশাসনিক, মনস্তাত্ত্বিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও। প্রধান উপদেষ্টার লন্ডন সফরের আচরণে ওই ভারসাম্য বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাশা করে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের প্রতি সমভাবে নিরপেক্ষ আচরণ করা হবে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: