ডিএনসিসি প্রশাসক
নগর পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ত করতে হবে
 প্রকাশিত: 
 ১৩ জুন ২০২৫ ১৬:০৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৫০
 
                                নগর পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ত করতে হবে এবং নগর উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
বেইজিংয়ে চায়না ওয়ার্ল্ড হোটেলে অনুষ্ঠিত এশিয়ান মেয়রস ফোরামের এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রশাসক আরও বলেন, নাগরিকদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক আদর্শ নগরী গড়ে তুলতে নগর পরিকল্পনায় সক্রিয় নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা আবশ্যক। তিনি উল্লেখ করেন, নাগরিক অংশগ্রহণের মাধ্যমে ন্যায্যতা প্রতিষ্ঠাই হওয়া উচিত নগর পরিকল্পনার মূলভিত্তি।
শুক্রবার (১৩ জুন) রাতে বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র জোবায়ের হোসেন।
মুখপাত্র জোবায়ের হোসেন বলেন, এই আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
ডিএনসিসি প্রশাসক ফোরামে টেকসই নগর উন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো এবং নগর শাসনে উদ্ভাবনের ভূমিকা বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা ও অগ্রগতি তুলে ধরেন তিনি। ফোরামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায্য অন্তর্ভুক্তি এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্বের ভূমিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এবারের ফোরামের প্রতিপাদ্য ছিল ‘সহযোগিতামূলক উদ্ভাবন : একটি নিম্ন-কার্বন ও টেকসই ভবিষ্যতের শহর নির্মাণ’।
তিনি বলেন, এশিয়া ও অন্যান্য অঞ্চল থেকে আগত ১৬টিরও বেশি শহরের মেয়র, শহর প্রশাসক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা এই ফোরামে অংশগ্রহণ করেন।
এছাড়াও অংশগ্রহণ করেন জাতিসংঘ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন, এশীয় উন্নয়ন ব্যাংক, সিটি নেট, চিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং আরুপ এর প্রতিনিধিরা। ফোরামে উপস্থিত ছিলেন ৫ শতাধিক আন্তর্জাতিক অংশগ্রহণকারী।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: