মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা


প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫ ১৯:০৮

আপডেট:
২৯ জুলাই ২০২৫ ০৬:৪৩

ছবি ‍সংগৃহিত

সন্ত্রাসবাদ দমনে সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশের সীমান্তের ভেতরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেয়া হবে না।

সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সন্ত্রাসীদের এই দেশের মাটি থেকে নির্মূল করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো

৪০ মিনিটের এই বৈঠকে উভয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক নিয়ে আলোচনাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা এবং আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন ঘিরে গণতান্ত্রিক উত্তরণের পথে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে কাজ করা জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতির সম্পর্কেও অবহিত করেন। বলেন, আমি বিশ্বাস করি, কমিশন খুব ভালো কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top