মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো হেলিকপ্টার আকৃতির বেলুন


প্রকাশিত:
৫ আগস্ট ২০২৫ ১৫:৪৫

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ১৭:৪৭

ছবি সংগৃহীত

ফ্যাসিস্ট সরকার পতনের বর্ষপূর্তিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আকাশে ওড়ানো হয় শতাধিক হেলিকপ্টার-আকৃতির রঙিন বেলুন।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতীকী বেলুন উৎসব হয়ে ওঠে দিনটির অন্যতম আকর্ষণ।শেখ হাসিনা পালানোর দিন স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।

গত বছরের এই দিনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মুহূর্তে মঙ্গলবার উড়ানো হলো হেলিকপ্টার বেলুন।

বেলা ২টা ২৫ মিনিটে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ সময় বেলুন উৎক্ষেপণ পর্বে আকাশজুড়ে ছড়িয়ে পড়ে লাল, নীল, হলুদ ও সাদা রঙের ধোঁয়া।

শতাধিক রঙিন ফ্লেয়ার জ্বালানো হয় এবং হেলিকপ্টারের আদলে যার মাধ্যমে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের পতনের প্রতীক হিসেবে তুলে ধরা হয় শেখ হাসিনার দেশত্যাগকে।

আয়োজকরা জানান, ‘স্বৈরশাসক গত বছর ৫ আগস্ট বেলা ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারেই পালিয়ে যায়। তাই এই বেলুনগুলো সেই মুহূর্তের স্মরণ এবং বিদায়ের প্রতীক।’ এই বেলুন ওড়ানোর সময় উপস্থিত জনগণ ‘ভয় নয়, বিজয়’ স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।

পুরো বেলুন কর্মসূচি চলে নির্ধারিত সময় ধরে, কড়া নিরাপত্তার মধ্যে। স্বেচ্ছাসেবকদের সহায়তায় শৃঙ্খলা বজায় রেখে বেলুনগুলো ধাপে ধাপে ছেড়ে দেওয়া হয়। পুরো আয়োজনেই ছিল নিরাপত্তা বাহিনীর সতর্ক নজরদারি।

বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে বিকেল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। আয়োজক পক্ষ জানিয়েছে, এ ঘোষণাপত্রে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, সংস্কার রূপরেখা এবং অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য ও অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top