মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


উপজেলা পর্যায়ে প্রতি কেজি ২৪ টাকায় বিক্রি হবে আটা


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১৫:৫০

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৭:৫৬

ছবি সংগৃহীত

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প-আয়ের জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় নতুন উদ্যোগ নিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে ভর্তুকি মূল্যে আটা বিক্রি শুরু হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, প্রতিটি উপজেলায় প্রতি কর্মদিবসে ১ মেট্রিক টন আটা বিক্রি করা হবে। নির্ধারিত বিক্রয় কেন্দ্রগুলো থেকে সাধারণ মানুষ প্রতি কেজি খোলা আটা ২৪ টাকায় ক্রয় করতে পারবেন।

বর্তমানে সারা দেশের সিটি কর্পোরেশন, শ্রমঘণ জেলা/উপজেলা ও জেলা সদর পৌরসভায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস সাধারণ) কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top