শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


হয়তো ভালো কোনো জায়গায়ও আমাকে দেখতে পাবেন : কবির বিন আনোয়ার


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৩ ০১:০৮

আপডেট:
৯ মে ২০২৫ ১৬:২৪

ফাইল ছবি

বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, আজ আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পাবেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) শেষ দিনে অফিসে ঢোকার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ তার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে উল্লেখ করে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা রুটিন মাফিক পদ্ধতি। এক্সটেনশন হওয়াটা একটা প্রিভিলাইজের বিষয়। এখন যেটা হয়েছে এটাই স্বাভাবিক ছিল।

প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা বুঝে শুনে নিয়েছেন— উল্লেখ করে তিনি বলেন, সেই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে। তবে পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পাবেন।

নির্দিষ্ট কোনো অভিযোগের কারণে আপনি এক্সটেনশন পেলেন না— এই কথার সত্যতা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেতে রাজি হননি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইনের ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৩ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ০৪-০১-২০২৩ থেকে ০৩-০১-২০২৪ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top