বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


উয়েফা ইউরোপা লিগ

৫ কেজি শুঁটকির বিনিময়ে পেলেন সেমিফাইনালের টিকিট


প্রকাশিত:
৮ মে ২০২৫ ১৬:৫৬

আপডেট:
৮ মে ২০২৫ ২০:৪১

ছবি সংগৃহীত

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। প্রথমবারের মতো তারা ইউরোপীয় কোনো প্রতিযোগিতার ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে। উয়েফা ইউরোপা লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ (বৃহস্পতিবার) টটেনহ্যামের বিপক্ষে খেলবে নরওয়েজীয় ক্লাবটি। একে তো ঘরের মাঠ, তার ওপর সেমিফাইনালের মতো বড় ম্যাচ, যা কিছুতেই হাতছাড়া করতে চাননি বোডো-গ্লিমটের এক সমর্থক। কিন্তু এজন্য তিনি যা করেছেন, তা রীতিমতো খবরের শিরোনাম!

দিবাগত রাত ১টায় আর্কটিক সার্কেলের আস্পমাইরা স্টেডিয়ামে টটেনহ্যামকে আতিথ্য দেবে বোডো/গ্লিমট। এই মাঠের দর্শক ধারণক্ষমতা ৫০ হাজার। কিন্তু বাকি ছিল মাত্র ৪৮০ সিট, কিন্তু তাও যে দুষ্প্রাপ্য। তার ওপর টিকিটের দাম বেশ চড়া। সে কারণে বোডো/গ্লিমটের এক সমর্থক ও (পেশায়) শুঁটকি ব্যবসায়ী টোরবিয়র্ন এইডা নিজের পণ্যকেই টিকিটের বিনিময়মূল্য হিসেবে ব্যবহার করেছেন। এরপর কালোবাজারি থেকে মিলেছে বহুল কাঙ্ক্ষিত ম্যাচের টিকিট।

মূলত নরওয়ের সেনজা এলাকায় বোকনাফিস্ক নামে মাছের একটি আড়তের প্রোডাকশন ম্যানেজার এইডা। নিজেদেরই ফার্ম থেকে তিনি পাঁচ কেজি শুকনো মাছের বিনিময় করেন টিকিটের জন্য। নরওয়ের সুস্বাদু এই খাবারের দাম দাঁড়ায় আড়াই হাজার নরওয়েজিয়ান ক্রাউন বা ২৪৩ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি। ওই শুঁটকির বেশ চাহিদা থাকার সুবাদেই আরাধ্য টিকিটটি হাতে পেলেন এইডা।

এই বিষয়ে তিনি নরওয়ের সম্প্রচার সংস্থা এআরকে–কে বলেছেন, ‘আমরা নরওয়ের সবচেয়ে সেরা বোকনাফিস্ক উৎপাদন করি এবং আপনি সম্ভবত এটি বোডো শহরের আর কোথাও পাবেন না। তাই আমি মনে করেছিলাম হয়তো কারও এর চাহিদা থাকতে পারে। ওয়েস্টেইন অ্যানেসের কাছে বাড়তি টিকিট ছিল, তার ভাইয়ের জন্য নেওয়া হয়েছিল সেটি, কিন্তু তার কাজ পড়ে যাওয়ায় সেই টিকিটটি শুঁটকির বিনিময়ে পেয়েছি।’

এইডার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছেন বোডোর আরেক সমর্থক নিলস এরিক ওসকাল। তবে তার টিকিট মিলেছে পাঁচ কেজি হরিণের মাংসের বিনিময়ে। এক হাজার নরয়েজীয় ক্রাউন মূল্যের মাংসের বিনিময়ের কথা জানিয়ে ওসকাল বলেন, ‘একজন বাজি ধরেছিল। তবে সফল হতে বেশি সময় লাগেনি। কিন্তু এটি কোনো বিষয় নয়, আমি বড় ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি।’

সমর্থকদের মাঝে এমন উন্মাদনা থাকলেও, বোডো/গ্লিমট অবশ্য মাঠের খেলায় তেমন স্বস্তিতে নেই। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম তাদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছিল। ফিরতি লেগের আগে তারা বেশ এগিয়েই আছে। টটেনহ্যামের মাঠে শেষ মুহূর্তে এক গোল করে অবশ্য সেই ব্যবধান কমিয়েছিলেন বোডোর মিডফিল্ডার উলরিক সল্টনেস।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top