এমবাপের নেতৃত্ব প্রসঙ্গে যা বললেন দেশম
 প্রকাশিত: 
 ২১ মার্চ ২০২৩ ১৬:১৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৯:১০
                                বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ফ্রান্সের অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিস। এরপর থেকেই মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছে দলের নেতৃত্ব নিতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। এই ফরাসি তারকা ফরোয়ার্ডের নেতৃত্ব নিয়ে মুখ খুলেছেন কোচ দিদিয়ের দেশচ্যাম্পস।
ফ্রান্সের ইউরো বাছাইপর্ব শুরু হবে ২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই ম্যাচের মাধ্যমে ফরাসিরা নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে। তাই স্বভাবতই অধিনায়কত্বের প্রসঙ্গ উঠে আসে সংবাদ সম্মেলনে।
দেশম বলেন, 'প্রথম কয়েকদিন অনুশীলনে এ নিয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলব। অবশ্যই কাইলিয়ান (এমবাপ্পে) সেই ফুটবলারদের একজন। পরবর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে আরও ধারণা দিতে পারব। আরও স্পষ্ট করে বলতে গেলে, ম্যাচের আগের দিন বৃহস্পতিবার।
তবে বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, ফ্রান্সের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন এমবাপ্পে। আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচে পিএসজিকে নেতৃত্ব দেন এমবাপ্পে। তবে ফ্রান্সের অধিনায়কত্ব পেতে পিএসজির নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা যে খুব একটা কাজে আসবে না তা দেশচ্যাম্পের কাছ থেকে স্পষ্ট।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: