মার্কুইনহোসের সঙ্গে চুক্তি নবায়ন করছে পিএসজি
 প্রকাশিত: 
 ৩০ এপ্রিল ২০২৩ ২২:০০
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৯:১০
                                ব্রাজিলিয়ান তারকা মারকুইনহোসের সঙ্গে চুক্তি নবায়ন করছে পিএসজি। তিনি প্যারিস দলের কেন্দ্রীয় ডিফেন্ডার এবং অধিনায়ক। ২০২৪ সাল পর্যন্ত তার সাথে প্যারিসিয়ানদের একটি চুক্তি রয়েছে।
দুই পক্ষ মৌখিকভাবে চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। এখন চুক্তি স্বাক্ষরের ঘোষণার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
মারকুইনহোস রোমায় এক মৌসুম খেলার পর ২০১৩ সালে পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপর থেকে দলের রক্ষণভাগের সেরা ভরসা হিসেবে খেলছেন তিনি। মেসি, সার্জিও রামোস, নেইমার, এমবাপ্পের মতো খেলোয়াড় থাকলেও পিএসজির অধিনায়ক তিনি।
এক বছর পর পিএসজির সাথে চুক্তির বাইরে থাকা সত্ত্বেও, ছয় ফুট লম্বা ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে অন্য ক্লাবে যাওয়ার সাথে যুক্ত করা হয়নি। ডিফেন্ডার, যিনি কাতারি-তহবিলযুক্ত ক্লাবের হয়ে ২৬৪টি লীগে ২৪টি গোল করেছেন, তার চুক্তির মেয়াদ বৃদ্ধির সাথে বেতনও বৃদ্ধি পাবে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: