মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


এশিয়া সফরের আগে হোঁচট খেল মেসির আর্জেন্টিনা


প্রকাশিত:
৫ জুন ২০২৩ ২১:১৯

আপডেট:
১৬ এপ্রিল ২০২৪ ১১:৫২

ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপ বাছাই শুরুর আগে ফিফা উইন্ডোর অংশ হিসেবে চলতি মাসে এশিয়া সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৫ ও ১৯ জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে লিওনেল মেসিরা দুটি প্রীতি ম্যাচ খেলবেন। তবে তার আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরির ধাক্কা।

কদিন আগে সেভিয়াকে ইউরোপা লিগ শিরোপা জেতানোর নায়ক গঞ্জালো মন্টিয়ের ইনজুরিতে পড়েছেন। রিয়াল সোয়েদাদের বিপক্ষে গতকাল (রোববার) লা লিগার মৌসুমের শেষ ম্যাচে খেলতে নেমে প্রথমার্ধের ৭ম মিনিটেই পেশির ইনজুরিতে পড়েন মন্টিয়েল। মাঠ থেকে ছিটকে যাওয়ার পর আর খেলতে নামতে পারেননি আর্জেন্টাইন এই রাইটব্যাক। উল্লেখ্য, মেসিদের এশিয়া সফরের ২৭ সদস্যের দলে রয়েছেন মন্টিয়েল।

আর তাই এশিয়া সফরের আগ মুহূর্তে দুশ্চিন্তা বাড়তে পারে লিওনেল স্ক্যালোনির। এর আগে কাতারে আলবিসেলেস্তেদের ইতিহাস গড়ার সেই দিনটিতে ত্রাতার ভূমিকা পালন করেছিলেন মন্টিয়েল। কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে শেষ শটটি নেওয়ার ভার পড়েছিল মন্টিয়েলের ওপর। ফ্রান্স গোলকিপার উগো লরিসকে ফাঁকি দিয়ে সেদিন মন্টিয়েল লক্ষ্যভেদ করার পর বিশ্বজয়ের আনন্দে ভেসে গিয়েছিল আর্জেন্টিনা।

এদিকে, কাতার বিশ্বকাপ জয়ের পর সর্বশেষ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে স্কালোনির শিষ্যরা। পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কিরাসাওকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে এবার তারা আগেও অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মোকাবিলা করবে। অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটি হবে চীনের বেইজিংয়ে। ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপ জয়ের মঞ্চেও শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলেন মেসিরা।

ইন্দোনেশিয়ার বিপক্ষের ম্যাচটি হবে জাকার্তায়। আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই শুরুর আগে ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচটি হবে মেসিদের শেষ প্রীতি ম্যাচ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top