বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


পেরুর জালে ব্রাজিলের ১৫ গোল


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪০

আপডেট:
১৩ আগস্ট ২০২৫ ২১:০৬

 ফাইল ছবি

দুদিন আগেই পেরুর বিপক্ষে ঘাম ঝরানো এক জয় পেয়েছে ব্রাজিল। ফিফা বিশ্বকাপ ২০২৬ এর বাছাইপর্বের ম্যাচে স্বাগতিকদের বিরুদ্ধে সেলেসাওদের জয় এসেছিল ১-০ গোলের ব্যবধানে।

তবে এবার সেই পেরুকে নিয়েই রীতিমত ছেলেখেলা করেছে ব্রাজিল। যদিও সেটা ভিন্ন রকম এক প্রতিযোগিতায়। ফুটবলেরই আরেক সংস্করণ ফুটসালে পেরুকে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের তরুণ দল।

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পেরুকে ১৫ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। বুধবার (১৩ সেপ্টেম্বর) চ্যাম্পিয়নশিপের গ্রুপ 'বি'র চতুর্থ রাউন্ডের খেলায় এমন কীর্তি গড়ে ব্রাজিলের যুবারা।

'সুদামেরিকানো সাব-২০' নামে পরিচিত এই প্রতিযোগিতার ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। টানা তৃতীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল।

ব্রাজিলের জয়ের দিনে জয় পেয়েছে আরেক ফেবারিট আর্জেন্টিনাও। ইকুয়েডরকে ৫-০ গোলে হারিয়েছে তারা। তাতে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদেরও।

ইনডোর ফুটবলের আসর ফুটসালের এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল ব্রাজিল। এখন পর্যন্ত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে সেলসাওরা। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top