বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


নেইমারের অভিষেক ম্যাচে আল-হিলালের গোলবন্যা


প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৬

আপডেট:
১৫ মে ২০২৪ ১৩:৩৬

 ফাইল ছবি

আগস্টের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-হিলালে নাম লেখানোর পর ক্যাম্পেও যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু অ্যাঙ্কলের চোট তাকে পুরোদমে মাঠে ফিরতে দিচ্ছিল না।

অবশেষে ব্রাজিলের হয়েই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামেন নেইমার। মাঠে নেমেই বাজিমাত, করেন জোড়া গোল। প্রথম গোলেই তিনি জাতীয় দলের হয়ে সর্বোচ্চ স্কোরার কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যান। এবার তার দারুণ অভিষেক হয়েছে আল-হিলালে।

গতকাল (শুক্রবার) রাতে সৌদি প্রো লিগে অভিষেক হয়েছে নেইমারের। ইউরোপ ছেড়ে নতুন অধ্যায়ের শুরুটা হয়েছে মনে রাখার মতোই। তার দল আল-হিলাল রিয়াদকে গোলবন্যায় ভাসিয়েছে। ম্যাচ জিতেছে ৬-১ গোলের বড় ব্যবধানে।

জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অভিষেক-অনুভূতির কথা জানিয়েছেন নেইমার। সেখানে একাধিক ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘অভিষেকে পাওয়া এই জয়ে খুবই আনন্দিত। ট্রিবিউট দেওয়ার জন্য ভক্তদের অনেক ধন্যবাদ।’

অবশ্য বড় জয়ের রাতেও নিজে গোল পাননি ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে সতীর্থের গোলে নেইমারের অবদান ছিল ঠিকই। অভিষেক ম্যাচে শুরুর একাদশে ছিলেন না সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। ৬৪ মিনিটে নেইমারকে আরেক ব্রাজিলিয়ান মাইকেল অলিভিয়েরার বদলি হিসেবে নামানো হয়। তখনই তুমুল হর্ষধ্বনিতে মেতে ওঠে রিয়াদের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়াম।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠে নামার আগেই আল-হিলাল এগিয়ে ছিল ২-০ গোলে। নেইমারের ছোঁয়া পেতেই তাদের আক্রমণের ধার আরও বেড়ে যায়। নেইমারের বাড়ানো দুর্দান্ত এক ফ্লিক থেকে ৪ মিনিট পরই গোলের সুযোগ পেয়ে যায় তার দল। নাসের আলদাওয়াসারি আল-হিলালের তৃতীয় গোলটি করেন। এরপর আরও বেশ কিছু কারিকুরি দেখান নেইমার।

এরই এক ফাঁকে নেইমারের পাস থেকে পাওয়া বলে সফল লক্ষ্যভেদ করেন আরেক ব্রাজিলিয়ান ফুটবলার ম্যালকম। অবশ্য নেইমার নিজেও স্কোরশিটে নাম তুলতে পারতেন। আল হিলাল পেনাল্টি পাওয়ায় প্রথম গোল করার সুযোগ পেয়েও তিনি দিয়ে দেন সালেম আলদাওয়াসেরিকে। সেখান থেকে সালেম ৫-০ ব্যবধান গড়েন।

ম্যাচের যোগ করা সময়ে নেইমারের শট প্রতিপক্ষ গোলরক্ষক রুখে দেওয়ার পর ফিরতি শটে নিজের দ্বিতীয় ও দলের ৬ষ্ঠ গোলটি করেন সালেম। তবে শেষ মুহূর্তে আল রিয়াদ সান্ত্বনার এক গোল পেয়ে যায়। ফলে আল হিলাল মাঠ ছাড়ে ৬-১ গোলের বড় জয় নিয়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top