৫০ রানে অলআউট শ্রীলঙ্কা
প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৭
আপডেট:
১৫ অক্টোবর ২০২৪ ১৫:২৩
সকাল থেকেই কলম্বোর আকাশে রোদ ছিল। অথচ খেলা শুরুর মিনিট পাঁচেক আগে বৃষ্টি হানা দেয়। শ্রীলঙ্কায় এই হঠাৎ বৃষ্টির ব্যাপারটা অবশ্য অস্বাভাবিক কিছু না। তবে বাইশ গজে নেমে নিজেদের স্বাভাবিক ব্যাটিংটুকুও করতে পারেননি লঙ্কান ব্যাটাররা।
ফাইনালের বড় মঞ্চে এসে চাপেই যেন শেষ তারা। আবার এভাবেও বলা যায় যে, মোহাম্মদ সিরাজের তাপেই শেষ! এই পেসারের আগুনে পুড়েছেন ৬ লঙ্কান! শেষ পর্যন্ত ৫০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। যা তাদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে লঙ্কানরা খেলতে পেরেছে কেবল ৯২ বল। এই সময়ে সবকটি উইকেট হারিয়ে তারা স্কোর বোর্ডে তুলতে পেরেছে ৫০ রান। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান এসেছে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। দলের ৯ ব্যাটারই এদিন দুই অঙ্ক ছুঁতে পারেননি। ভারতের হয়ে ২১ রানে ৬ উইকেট শিকার করে সেরা বোলার মোহাম্মদ সিরাজ।
আপনার মূল্যবান মতামত দিন: