বৃহঃস্পতিবার, ৭ই ডিসেম্বর ২০২৩, ২৩শে অগ্রহায়ণ ১৪৩০


হার্শার চোখে শান্ত-মিরাজ


প্রকাশিত:
৩ অক্টোবর ২০২৩ ০৯:৫২

আপডেট:
৭ ডিসেম্বর ২০২৩ ১৯:১৪

ছবি-সংগৃহীত

আর মাত্র একদিন বাদেই ভারতের মাটিতে বাজবে বিশ্বকাপের দামামা। এই আসরে ব্যাটারদের পাশাপাশি চোখ থাকবে বোলারদের দিকেও। এবারের বিশ্বকাপে ‘প্লেয়ার টু ওয়াচ’ বা কারা কোন দলের হয়ে আলো ছড়াবেন? ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজে এ বিষয়ে বাংলাদেশ নিয়ে বিশ্লেষণে টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজকে বেছে নিয়েছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

তিনি বাংলাদেশ দলের সেরা ক্রিকেটার মনে করেন সাকিব আল হাসানকে। ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলা সাকিব এবারও দলকে ভরসা দেবেন বলে বিশ্বাস তার। এছাড়া লিটন দাসের বড় ভক্ত বলেও উল্লেখ করেছেন তিনি। অভিজ্ঞ মুশফিকও আছেন দলে। ভোগলে এই তিনজনের বাইরে নাজমুল শান্ত ও মেহেদী মিরাজে চোখ রাখতে বলেছেন।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্শা বলেন, ‘আমি তাদের একজন অলরাউন্ডারের কথা বলবো। মেহেদী মিরাজ, যাকে আমি প্রথমে টেস্ট খেলতে দেখেছি। টেস্ট ক্রিকেটের মানানসই অফ স্পিনার হিসেবে। এরপর তাকে আমরা দারুণ সব ইনিংস খেলতে দেখলাম। আমার চোখে, মিরাজের মধ্যে পরবর্তী সাকিব হওয়ার নির্যাস আছে।’

এছাড়া উদীয়মান ক্রিকেটার হিসেবে নাজমুল হোসেন শান্তর প্রশংসাও করেছেন প্রখ্যাত এই ক্রিকেট বিশ্লেষক। হার্শা বলেন, ‘নাজমুল শান্ত খুবই মুগ্ধ করার মতো ধারাবাহিক খেলা খেলছে। সে টপ অর্ডারে খেলাটাকে এগিয়ে নিতে পারছে। বাংলাদেশের অনেক খেলোয়াড় দলে এসে আলো ছড়িয়ে একটু একটু করে নিভে যায়। শান্ত ধীরে ধীরে বিকশিত হচ্ছে। সে মুশফিক ও সাকিবের ওপর যাওয়া চাপটা নিজের কাঁধে নিতে পারছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top