প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড গড়লেন তামিম ইকবাল
 প্রকাশিত: 
 ৯ জানুয়ারী ২০২৫ ১২:১৩
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৯:৪৮
                                টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই এলিট ক্লাবে নাম লেখালেন তিনি। ২৭১ ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছেন তামিম। যা ইনিংসের হিসেবে বিশ্বের অষ্টম দ্রুততম।
আজ রংপুরের বিপক্ষে খেলতে নামার আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে তামিমের নামের পাশে ছিল ৭ হাজার ৯৯৩ রান। মাইলফলক থেকে ৯ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামেন তামিম। রংপুর রাইডার্সের বিপক্ষে দেখেশুনে খেলার চেষ্টা করেছেন তিনি।
ইনিংসের পঞ্চম ওভারে শেখ মেহেদিকে চার মেরে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। সময়ের সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করেছেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি। একাদশ ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে মিড অফে ক্যাচ দেওয়ার আগে ৩৪ বলে করেছেন ৪০ রান।
লম্বা টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫২টি ফিফটি করেছেন তামিম। এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ব্যাটারের চল্লিশ বা তার চেয়ে বেশি ফিফটি নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ফিফটি মুশফিকুর রহিমের।
টি-টোয়েন্টিতে তামিমের সেঞ্চুরি সংখ্যা মোট ৪টি। এখানেও দেশসেরা তামিম। আর কোনো ব্যাটারের এত সেঞ্চুরি নেই। ২০১৯ সালের বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা ১৪১ রানের ইনিংসটি তার ক্যারিয়ার সেরা।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪৩৮ রান করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪৪৪ ম্যাচে ৪০৮ ইনিংসে ৩২টি অর্ধশতক আছে সাকিবের। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ৪৬৩ ম্যাচে ৪৫৫ ইনিংসে ২২ শতক ও ৮৮ অর্ধশতকে ১৪৫৬২ রান করেছেন গেইল।
এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের শোয়েব মালিক। ৫৫১ ম্যাচে ৫১০ ইনিংসে ৮৩টি হাফ-সেঞ্চুরিতে ১৩৪৯২ রান আছে মালিকের। ৬৮৭ টি-টোয়েন্টির ম্যাচে ৬১১ ইনিংসে ১৩৩৫৫ রান নিয়ে তৃতীয়স্থানে আছেন গেইলের স্বদেশি কাইরন পোলার্ড।
# মির্জা সাইমা

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: