এবার আফগানিস্তানে চোটের হানা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই গাজানফার
 প্রকাশিত: 
 ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৯:০৮
                                ব্যতিক্রমী নামটার জন্যে আল্লাহ মোহাম্মদ গাজানফারের উপস্থিতি আলাদা করে নজরে ছিল বাংলাদেশের বিপক্ষে সিরিজে। কিন্তু এএম গাজানফার এরপর বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে রীতিমত ছেলেখেলা করেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ দ্বিপাক্ষিক সিরিজে নায়ক ছিলেন এই গাজানফার। ১৮ বছর বয়েসি এই স্পিনার ছিলেন আফগান বোলিং আক্রমণের বড় এক ভরসা।
যদিও শেষ পর্যন্ত গাজানফারকে দেশে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে হচ্ছে আফগানিস্তানকে। মেরুদণ্ডের চার নম্বর ভার্টিব্রার বামপাশের অংশে আঘাত পেয়েছেন এই স্পিনার। যে কারণে অন্তত ৪ মাস তাকে থাকতে হবে মাঠের বাইরে। বুধবার সকালে নিজেদের এক্স-হ্যান্ডেলের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যার অর্থ, আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেও দেখা যাবে না তাকে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে জিম্বাবুয়ে সিরিজেই ইনজুরিতে পড়েছিলেন গাজানফার। যদিও এরপর তিনি ছিলেন আইএল টি-২০ আসরে। এরপরেই জানা গেল, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে না তার। তার বদলে আফগানদের দলে এসেছেন নানগেয়ালিয়া খারোটি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের পর থেকে খারোটি আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি। সেই ম্যাচে ২৮ রানের খরচায় ৩ উইকেট পেয়েছিলেন ২০ বছর বয়েসী এই স্পিনার। তবে শেষ সময়েও দলে ফেরা হয়নি মুজিব উর রহমানের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান স্কোয়াড
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, নূর আহমেদ, ফজলহক ফারুকি, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ মালিক।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: