সোমবার, ৫ই মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলে আছেন যারা


প্রকাশিত:
৩০ জুলাই ২০২১ ০২:১২

আপডেট:
৫ মে ২০২৫ ০২:৫৫

ছবি: সংগৃহীত

নানা টালবাহানার পর অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখল অস্ট্রেলিয়া দল। অর্থাৎ আর কোনো বিপদ না ঘটলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াচ্ছে।

বাংলাদেশে করোনার উচ্চসংক্রমণের বিষয়টি আমলে নিয়ে এ সফরের জন্য নানা শর্ত বেঁধে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

সব শর্তই মেনে তা পূরণে তৎপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাত দিনেই ৫ ম্যাচ শেষ করা, ডেডিকেটেড হোটেল, বিমানবন্দর থেকেই বায়ো বাবল সুরক্ষার সব শর্তই মেনে নিয়েছে বিসিবি। যে কারণে অবশেষে বাংলাদেশে আসতেই হলো টিম অস্ট্রেলিয়াকে।

ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস থেকে কোয়ান্টাস এর চাটার্ড বিমানে চেপে বৃহস্পতিবার বিকাল ৪টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিম অস্ট্রেলিয়া।

বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অবতরণের পর বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরের ইমিগ্রেশন পার করে টিম অস্ট্রেলিয়া। এর পর ভিড় জমানো সাংবাদিকদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে বেরিয়ে যান তারা। তাদের টিম বাস চলে গেছে সরাসরি হোটেল ইন্টার কন্টিনেন্টালে।

নানা শর্ত বেঁধে দিয়ে এলেও অস্ট্রেলিয়ার এই দলে নেই প্রথমসারির বেশ কয়েকজন তারকা। অসি দলে নেই স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিনস, মার্কাস স্টয়নিস, ঝাই রিচার্ডসন এবং কেন রিচার্ডসন।

শেষ মুহূর্তে ইনজুরির কারণে আসতে না পারেননি দলটির নিয়মিত অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। ফিঞ্চের অনুপস্থিতিতে কে দলকে সামলাবে তার সিদ্ধান্ত এখনও নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারি অস্ট্রেলিয়া। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। এর আগে দুদিন অনুশীলনের সুযোগ পাবে অস্ট্রেলিয়া। তবে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না তারা।

বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড
অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কেয়ারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচল মার্শ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জ্যাম্পা।

সফরসঙ্গী রিজার্ভ: নাথান এলিস, তানভির সাঙ্ঘা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top