প্রতিদিন ৫ লিটার দুধ পান করেন? যা বললেন ধোনি
প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫ ১১:৫২
আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০২:১৫

চলতি আইপিএল মৌসুমে ধারাবাহিকতার অভাবে ভুগছে চেন্নাই সুপার কিংস। পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি যেখানে আগেও কঠিন পরিস্থিতিতে জয় ছিনিয়ে নিতে পারতো, সেখানে এবার আটটি ম্যাচ খেলে মাত্র দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।
এরপরও ভক্তদের মুখে হাসি এনে দিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি, যিনি আবারও অধিনায়কের ভূমিকা পালন করছেন। নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড় ইনজুরিতে আসর থেকে ছিটকে যাওয়ায়, ধোনিই আবার অধিনায়কের দায়িত্ব নেন। সম্প্রতি চেন্নাইয়ের একটি প্রোমোশনাল ইভেন্টে অংশ নিয়ে ধোনি নিজের সম্পর্কে ছড়িয়ে পড়া একটি মজার গুজবের কথা বলেন।
উপস্থাপক জানতে চান, ধোনির শোনা সবচেয়ে হাস্যকর গুজবটি কী ছিল? ধোনি হেসে উত্তর দেন, ‘আমি নাকি দিনে পাঁচ লিটার দুধ খাই!’ এরপর অবশ্য তিনি স্পষ্ট জানান, ‘আমি দিনে মোটামুটি এক লিটারের মতো দুধ খেতাম, তাও সারা দিনে ভাগ করে। কিন্তু পাঁচ লিটার? এটা যে কারোর পক্ষেই বেশি।’
এছাড়াও ধোনিকে প্রশ্ন করা হয়, তিনি নাকি ওয়াশিং মেশিনে লাচ্ছি তৈরি করতেন? ধোনি এই গুজবকেও অস্বীকার করেন এবং বলেন, তিনি লাচ্ছিই খান না।
২০০৪-০৫ সালে ধোনির আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই এই রকম গুজব ছড়িয়ে পড়েছিল যে, তার শক্তির মূল রহস্য হলো পাঁচ লিটার দুধ খাওয়া।
এদিকে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স নিয়ে ধোনি ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে বলেন, ‘কিছু জিনিস নিয়ে এখনো প্রশ্ন আছে, কিছু ক্যাচ ধরতে পারলে ভালো হতো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা বাকি ম্যাচগুলো এক এক করে জিততে চাই। যদি প্লে-অফে না উঠতেও পারি, অন্তত আগামী বছরের জন্য একটা নির্দিষ্ট কম্বিনেশন তৈরি করে নিতে চাই।’ ধোনির কথায় স্পষ্ট, এবারের চ্যালেঞ্জের মাঝেই পরের মৌসুমের পরিকল্পনাও করে নিচ্ছে চেন্নাই
আপনার মূল্যবান মতামত দিন: