শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২


দেশের ফুটবল মাতিয়ে ঢাকা ছাড়লেন হামজা-শমিত


প্রকাশিত:
১১ জুন ২০২৫ ১৪:০৬

আপডেট:
২ আগস্ট ২০২৫ ২১:৪৮

ছবি সংগৃহীত

বাংলাদেশ ফুটবল দলের হয়ে সব রকমের ‘অভিষেক’ই হয়ে গেছে হামজা চৌধুরীর। সদ্যসমাপ্ত উইন্ডোয় দেশের মাটিতে খেলেছেন দুই ম্যাচ। প্রথমে প্রীতি ম্যাচ, এরপর প্রতিযোগিতামূলক ম্যাচেও গায়ে চড়িয়েছেন বাংলাদেশের জার্সি।

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে না খেললেও শমিত সোম গতকাল ছিলেন মাঠে। প্রথম ম্যাচ খেলেছেন বাংলাদেশের জার্সিতে। দুজন মিলে গতকাল বাংলাদেশকে জয় এনে দিতে না পারলেও দেশের ফুটবলকে মাতিয়েছেন নতুন উন্মাদনায়। সে যাত্রা আপাতত শেষ করে দুজনেই ঢাকা ছেড়েছেন আজ ভোরে।

ম্যাচের পর দিন, মানে বুধবার সকালেই হামজা চৌধুরী ও শমিত সোমের বাংলাদেশ ছাড়ার কথা। সে সূচি মেনেই দুজন আজ ঢাকা ছেড়েছেন। ভোর চারটায় হোটেল ছেড়ে বের হন দুজনে। সকাল ৬টায় ছিল তাদের ফ্লাইট। গন্তব্য অবশ্য দুজনের আলাদা। হামজা যাবেন ইংল্যান্ডে, আর শমিত যাবেন কানাডায়।

হামজা ঘরের মাটিতে অভিষিক্ত হয়েছেন ভুটান ম্যাচ দিয়ে। সে ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করেন তিনি। এরপর গতকালও আলো ছড়িয়েছেন মাঠে। শেষ মুহূর্তে আক্রমণে উঠে দারুণ একটা শট নিয়েছিলেন। একটুর জন্য লক্ষ্য থেকে বেরিয়ে যায় তা।

গোল না পেলেও গতকাল অ্যাসিস্টের দেখা পেয়েছিলেন তিনি। ম্যাচের ৬৭ মিনিটে তার দারুণ পাস একা পেয়ে যায় রাকিব হোসেনকে। রাকিব এরপর গোল করেন। দুই গোলে পিছিয়ে পড়া বাংলাদেশকে শেষ পর্যন্ত আশা দিয়েছিল ওই গোলই।

সে অ্যাসিস্টটা বাদেও হামজা দারুণ খেলেছেন পুরো ম্যাচে। ৪৫ বার বলে পা ছুঁইয়েছেন তিনি, ৪১টি পাসের ৩২টি ছিল সফল, যার তিনটি আবার কি পাস, যা থেকে গোলের সুযোগ হয়েছিল। দুটো গ্রাউন্ড ডুয়েল জিতেছেন, একটি শট আটকেছেন। শেষ দিকে উপরি পাওনা হিসেবে পেয়েছেন ওই অ্যাসিস্ট।

ওদিকে শমিতও দারুণ খেলেছেন। বিশেষ করে প্রথমার্ধে। একাধিকবার বল বের করে দিয়েছেন ফরোয়ার্ডদের জন্য। সেসব কাজে লাগাতে পারলে হয়তো গতকাল জয় নিয়েই মাঠ ছাড়তে পারত বাংলাদেশ।

দুজনের গন্তব্য এখন নিজ ক্লাবে। কানাডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে থাকা ক্যাভালরি এফসির হয়ে আগামী ১৫ জুন মাঠে নামবেন তিনি।

হামজার ব্যস্ততাটা আবার একটু আলাদা। তিনি ইংল্যান্ডে ফিরবেন যেখানে এখন চলছে মাঝ মৌসুমের বিরতি। আসছে ট্রান্সফার উইন্ডোয় তার ক্লাব বদলের গুঞ্জন আছে। সে নিয়ে ব্যস্ততা আছে তার। এছাড়া জুলাই থেকে আবার নতুন মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করবে দলগুলো। সব মিলিয়ে ফুটবল মাঠে না থাকলেও তার ব্যস্ততা আছে বেশ। সে কারণেই ম্যাচ খেলে দেশ ছাড়লেন হামজা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top