পিএসজির কাছে হেরে রিয়াল কোচ বললেন, ‘নতুন যুগের সূচনা হবে’
প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১৩:৩৬
আপডেট:
১০ জুলাই ২০২৫ ২১:৪৯

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ইউরোপের দুই শক্তিশালী ক্লাব, প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল। সবাই যখন এক জমাট লড়াইয়ের অপেক্ষায় ছিল, তখন সবাইকে চমকে দিয়ে পিএসজি ৪–০ গোলে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদকে।
ম্যাচে রিয়ালের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। খেলায় দুই গোল পিছিয়ে পড়ার পরেও তারা ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের পর অবশ্য আলোনসো জানিয়েছেন, একেবারে নতুনভাবে আগামী মৌসুম শুরু করবে রিয়াল।
সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘আমরা দুই গোল খেয়ে খেলায় ঢোকার আগেই পিছিয়ে গিয়েছিলাম। আমাদের ফুটবলের মান আজ খুব নিচে নেমে গিয়েছিল। এটা খুবই বেদনাদায়ক পরাজয়। তবে এই ব্যথা থেকেই ভবিষ্যতের শিক্ষা নিতে হবে আমাদের।’
তিনি আরও যোগ করেন, ‘কিছু সীমাবদ্ধতা ছিল, ভুল করেছি আমরাই। এসব দেখে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া সহজ হয়।’
সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যটি দেন আলোনসো ম্যাচশেষে, ‘এটা একটা বিরতির মতো, এরপর একদম নতুন করে শুরু করব। সামনে নতুন যুগের সূচনা হবে। আমরা এমন একটা দল তৈরি করতে চাই যারা এক হয়ে খেলবে, একসঙ্গে লড়বে। আর হয়তো নতুন কিছু খেলোয়াড়ও আসতে পারে। দেখা যাক সামনে কী হয়।’
ডিএম /সীমা
আপনার মূল্যবান মতামত দিন: