সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


দুঃসংবাদ পেল ভারত


প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫ ১৬:৫৪

আপডেট:
১৪ জুলাই ২০২৫ ২১:২৯

ছবি সংগৃহীত

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় লর্ডস টেস্ট। ম্যাচে দুই দলেরই যেমন জয়ের সম্ভাবনা আছে তেমনি ড্রয়ের সম্ভাবনাও একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। আর বৃষ্টির প্রভাব পড়লে সেই সম্ভাবনা আরো বাড়বে। সবমিলিয়ে শেষ দিনটা দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।

অথচ পঞ্চম দিনে মাঠে নামার আগেই কিছুটা হলেও পিছিয়ে গেল ভারত। দিনের খেলা শুরুর আগেই শাস্তি পেলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। এই শাস্তির ফলে চাপ বেড়েছে সিরাজের ওপর। যা নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে দলে।

চতুর্থ দিনে ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে আউট করে তাকে ধাক্কা মারা ও উত্তেজিত হয়ে কথাবার্তা বলায় শাস্তি পেয়েছেন সিরাজ। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন সিরাজ।

জরিমানা বড় না হলেও ডিমেরিট পয়েন্ট সমস্যায় ফেলতে পারে সিরাজকে। ২৪ মাসের মধ্যে এটা তার দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। আর দুইবার যদি তিনি ডিমেরিট পয়েন্ট পান তা হলে এক টেস্টের নিষেধাজ্ঞায় পড়তে হবে ভারতীয় এই পেসারকে।

রবিবার ইনিংসের শুরু থেকে সিরাজের বিপক্ষে চড়াও হয়ে ব্যাটিং করার চেষ্টা করছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার। ষষ্ঠ ওভারে সিরাজের বল পুল করেছিলেন ডাকেট। কিন্তু টাইমিং না হওয়ায় মিড অনে জাসপ্রীত বুমরাহ ক্যাচ ধরেন। সঙ্গে সঙ্গে ডাকেটের সামনে গিয়ে ‘কাম অন, কাম অন’ বলে চিৎকার করতে থাকেন সিরাজ। যোগ দেন ভারতের বাকি ক্রিকেটাররাও।

ডাকেট অবশ্য পাল্টা কোনও উত্তর দেননি। তিনি সিরাজকে পাশ কাটিয়ে সাজঘরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই কাঁধ দিয়ে ডাকেটকে ধাক্কা মারেন সিরাজ। সেই অপরাধেরই শাস্তি পেতে হল তাকে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top