শনিবার, ১৯শে জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২


রংপুরকে কাঁদিয়ে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতল গায়ানা


প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫ ১০:৫১

আপডেট:
১৯ জুলাই ২০২৫ ১৭:৩২

ছবি সংগৃহীত

টানা দ্বিতীয়বার গ্লোবাল সুপার লিগ জয়ের স্বপ্ন ভেঙে গেল রংপুর রাইডার্সের। গ্রুপ পর্বে অপরাজিত থেকে ফাইনালে উঠলেও শিরোপা লড়াইয়ে গায়ানা ওয়ারিয়র্সের কাছে বড় ব্যবধানে হেরে যেতে হলো বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটিকে।

প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৯৬ রানের বিশাল সংগ্রহ। এভিন লুইস দ্রুত আউট হলেও, জনসন চার্লস (৪৮ বলে ৬৭) ও রহমানউল্লাহ গুরবাজ (৩৮ বলে ৬৬) ঝড়ো জুটি গড়েন ১২১ রানের। শেষদিকে রাদারফোর্ড (১৫ বলে ১৯) ও রোমারিও শেফার্ড (৯ বলে ২৮*) বড় স্কোরে অবদান রাখেন।

রংপুরের পক্ষে বল হাতে একটি করে উইকেট পান খালেদ আহমেদ, তাবরিজ শামসি ও ইফতিখার আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে রংপুর শুরুতেই ধাক্কা খায়। মাত্র ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে পড়ে যায় চাপে। ইব্রাহিম জাদরান (৫), সৌম্য সরকার (১৩) ও কাইল মেয়ার্স (৫) দ্রুত ফিরে যান। এরপর সাইফ হাসান (২৬ বলে ৪১) ও ইফতিখার আহমেদ (২৯ বলে ৪৬) কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট হয়নি। শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ১৭ বলে ৩০ রানের ইনিংসটি শুধু হারার ব্যবধানই কমায়।

গায়ানার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস ৩৭ রানে নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি করে উইকেট শিকার করেন ইমরান তাহির ও গুদাকেশ মোতি।

গত আসরে অস্ট্রেলিয়ান দল ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। এবারও ফাইনালে উঠেও তাদের ট্রফি ধরে রাখা হলো না।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top